প্রথমে www.epassport.gov.bd ওয়েবসাইটে যেয়ে ইমেইল এ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে একটি একাউন্ট খুলতে হবে।
এরপর পুনরায় লগ ইন করে পাসপোর্টের আবেদন পূরণ করতে হবে।
পূরণকৃত আবেদনে সকল তথ্য সঠিক ভাবে পূরণ করা হয়ে থাকলে আবেদনটি সাবমিট করতে হবে।
সাবমিটকৃত আবেদনের প্রিন্ট নিতে হবে, সামারি পেজ সহ।
আবেদনের প্রিন্ট আউট কপি, ব্যাংকে টাকা জমা দেওয়ার এ চালানের মূল কপি, মূল জাতীয় পরিচয়পত্র এবং পূর্বের পাসপোর্ট (যদি থাকে),
এই সকল কাগজপত্রাদি সহ আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাঙ্গামাটিতে অফিস চলাকালীন (সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত) উপস্থিত হতে হবে।
যথাযথ ভাবে পূরণকৃত আবেদন , ব্যাংকে ই-চালানের মাধ্যমে জমাকৃত টাকার স্লিপ, (কেবলমাত্র সোনালী ব্যাংক, নিউ কোর্ট রোড শাখা) জাতীয পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অন্যান্য নাগরিকত্ব প্রমাণের কাগজের কপি সহ আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাঙ্গামাটিতে আসতে হবে। নতুন আবেদনের জন্য ডিআইপি ফরম ১ (দুই কপি) এবং রি ইস্যু আবেদনের জন্য ডিআইপি ফরম-২ জমা দিতে হবে। মূল জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে আনতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস